Maharaja jagadwipendra Narayan Rashtriyo Sanskrit college এর জমি বিক্রি করে দেওয়ার অপচেষ্টা এর বিরুদ্ধে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ এর সদস্য লা গর্জি উঠিল।

Biplab Roy

 



"Maharaja Jagadwipendra Narayan Rashtriyo Sanskrit college" ১৯৫৭ সালে কোচবিহার এর শেষ মহারাজা নিজ উদ্যোগ অত, নিজের জমি দান করিয়া, নিজের পাইসা খরচ করিয়া তৈয়ার করছিল।

https://www.facebook.com/share/r/16SZEfrSgC/?mibextid=oFDknk

এইটা ভারত বর্ষের মইধ্যে অন্যতম প্রাচীন একটা সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান ।

পরবর্তী কালে কলেজ টা অজানা কারণে প্রশাসন বন্ধ করি দেয়। এবং এই কলেজ এর জমি পাশের একটা বেসরকারি নার্সিং হোম এর খুব সুন্দর বিনা পাইসার পার্কিং এরিয়া তে পরিণত হয়।

এলা উপরন্তু কলেজ এর ফাঁকা জায়গা টা বাউন্ডারি দিবার লাগছে প্রশাসন, খোজ নিয়া দেখা গেইল যে এইটে নাকি মহিলা কলেজ এর হোস্টেল করবে।

আদতে প্রশাসন এর উদ্দেশ্য কেঙ করি মহারাজা এর তৈরি কলেজ টা ধ্বংস করা যায়, জমি জমা গুলা ব্যাচে খাওয়া যায়। রাজার স্মৃতি ধ্বংস করায় আসল উদ্দেশ্য




আমার vrum এর দাবি " সংস্কৃত কলেজ এর জমি , সংস্কৃত কলেজ কেই ফিরি দেওয়া খাবে,সংস্কৃত কলেজ ওক হেরিটেজ লিস্ট এর আওতায় আনিয়া পুনরায় কলেজ চালু করা খাবে।


এই দাবি নিয়া ২৬/০৫/২০২৫ বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ থাকিয়া কলেজ চত্বর ওট পোস্টারিং করিল vrum সদস্য লা।

To Top