মহেশ বিশ্বাস, কুচবিহারের জমির দালাল নিস্বার্থ ক্ষমা চায়া নিচে VRUM এর সদস্য পার্থ বর্মনের নিকট। Mahesh Biswas - Land Broker Coochbehar

Admin - VRUM
1 minute read
1

Mahesh roy promoter

বিশ্ব রাজবংশী উন্নয়ন মন্চর মানী সদস্য পার্থ বর্মনের ( পার্থ বর্মন কোচ রাজবংশী ) জমি সংক্রান্ত ব্যাপারত আজি দুপরা মহেশ_বিশ্বাসের (জমির দালাল) নিকট যায় VRUM এর অন্যান্য সদস্যলা। পার্থ বর্মনের যা (বায়নার টাকা) পাওনা ছিল সৌগ মিটি দেয় মহেশ বিশ্বাস, বিভিন্ন সমায় ফোনত অশ্লীল ভাষাত গালিগালাজ করা ও রাজবংশী জাত তুলি গালি দেওয়ার জন্যে নিস্বার্থ ক্ষমা চায়া নেয়।

মহেশ বিশ্বাস এটাও স্বীকার করে যে উয়ার এই অপকর্মের জন্যে উয়ায় খুবে লজ্জিত।

ঈশ্বরের কাছত মহেশ বিশ্বাস এটাও শপথ নিচে যে ভবিষ্যতে আর কোনোদিন রাজবংশী জাত তুলি গালিগালাজ করিবেনা, কাংওকো হেনস্থা বা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করিবে না।

mahesh biswas
মহেশ বিশ্বাসের লিখিত ক্ষমা প্রার্থনা

যেহেতু মহেশ বিশ্বাস নিজের ভুল স্বীকার করি নিস্বার্থ ক্ষমা চায়া নিচে (লিখিত আকারে ও সই করি) আর ভবিষ্যতে এইনাকান কাজ থাকি বিরত থাকিবে ঈশ্বরের নিকট শপথ গ্রহণ করিচে ঐজন্যে এই ঘটনাত এটি খোনায় ইতি টানা হৈল্।

সগায় সজাগ থাকো, সংঘবদ্ধ থাকো, অধিকার সচেতন হন, অন্যায়ের বিরুদ্ধত খাড়া হন সাহস নিয়া – কাংও না কাংও পাশত থাকিবেই।

উপস্থিত VRUM এর সদস্যলাক দন্ডবৎ -👇

সংগ্রাম বর্মন, অনুকূল বর্মন, অসীম রায়, ভদ্রকুমার বর্মন, বিপ্লব রায়, ভাস্কর বর্মন, কুমার মৃদুল নারায়ণ, সৌমিত্র রায়, প্রমথেশ বর্মন, আরো ভাইল্লা জুনিয়ার সদস্য (নামলা কমেন্ট বক্সত ল্যখেন)

vrum members
উপস্থিত VRUM সদস্যলা

Post a Comment

1 Comments
Post a Comment
To Top