তুফানগঞ্জত অন্যায় ভাবে জবরদস্তি কোচ রাজবংশী মানষির জমি দখল।

Admin - VRUM
0

কয় মাস আগত পিঙ্কি বর্মন নামে তুফানগঞ্জের এক মহিলা বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর নাম করি এখান চিঠি ল্যাখে যে উমার জমিন অন্যায় ভাবে দখল করি আছে উমারে টারির কিছু মানষি। উমরা উমার নিজের জমিনত চাষ করির পাবার ধৈরচে না টারি বাড়ির কিছু মানষির ঐত্যাচারে। ইয়ার আগত জমিন আবাদ করির গেইলে পিঙ্কি বর্মন ঘরক হেনস্তা করিচে ঐ মানষিলা।

কয়দিন আগত তুফানগঞ্জ থানাত এফ.আই.আর করির গেইলে থানার অফিসার উমার এফ.আই.আর নেয় নাই হয়ত কোনো বিশেষ কারণ বশত।

আজি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর কেন্দ্রীয় কমিটির সদস্য সহ বিভিন্ন ইউনিট এর সদস্যলা উমার বাড়িত হাজির হৈচিল গোটায় ঘটনাটা মুখামুখি শুনিবার জন্যে। এই অন্যায় এর বিরুদ্ধে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ সোচ্চার হৈবে আরো অন্যায়কারী যাতে উপযুক্ত শাস্তি পায় ও যার জমিন তায় যাতে জমিন ফিরি পায় তার জন্যে হস্তক্ষেপ করিবে ও আইনানুগ সাহায্য করিবে।

# Tufanganj land mafia, Deprived kochrajbanshi people, Inactive Police,

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top