বিতা কালি দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়িত উদয় অঞ্চল কমিটি গঠন করা হইল। সাংগঠনিক আলোচনার সাথোতে এই জাগাসহ দক্ষিণ দিনাজপুরের রাজবংশী জাতির মানষির পাছে পড়ার নানান কারণ, সমাইস্যা আরো সমাধান নিয়াও আলোচনা করা হয়। আইস্যা দিনত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের কাম কাজ দক্ষিণ দিনাজপুরের সউগ ব্লকত ছড়েয়া দিবার পরিকল্পনাও নেওয়া হয়। গাজির মানি সদস্যলার পছন্দতে ল উয়দ অঞ্চল কমিটির গড়েয়া আরো মাড়েয়ার দায়িত্ব দেওয়া হইল মানি মিঠুন বর্মন, পৃত্থিরাজ কুমার সরকার মহাশয়ক। হাজির আছিলেন কেন্দ্র কমিটির মাড়েয়া গনেশ রায়, মাস্টার দিননাথ বর্মন, কুশ বর্মন, হিরা রায়, কার্তিক রায়, কমল রায় সহ ভেইল্লা মানি মানষি।
বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর উদয় অন্চল কমিটি (গঙ্গারামপুর) গঠন।
September 13, 2020
0
Share to other apps