ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন । ধনীরামপুর 2 শাখা।

Admin - VRUM
0

রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৮৬তম তিরোধান দিবস উপলক্ষে পথ পরিক্রমা মনীষী ঠাকুরের মূর্তিত মাল্য দান ,আরহ বৃক্ষরোপণ করিল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের ধনিরামপুর ২ অঞ্চল কমিটির সদস্যলা।

হামেরা বোলে নকসাল হামের বোলে বিচ্ছিন্নতাবাদী আরও যে কত কি অপবাদ এই নির্দিষ্ট একটা জাতির উপর । তায় সবাকে আতুস করছং আইসা 09/09/2020 বুধবার সকাল 8.30 টায় খগেনহাট পঞ্চানন মোড়ত মনিষী ঠাকুর পঞ্চানন বর্মার 86 তম তিরোধান দিবস উপলক্ষ্যে ভেল্লা ভেল্লা সামাজিক কাজের মধ্য দিয়া হামার ইতিহাস তল্তি ধরিমো যার মধ্য দিয়া হামার বিরুধ্যে কু-মন্তব্য প্রচারকারি গিলা জানির পাবে যে, হামেরা উত্তরবঙ্গের ভূমিপুত্র এবং হামেরা ঐক্যবদ্ধ ।।
দণ্ডবত্
জয় ঠাকুর পঞ্চানন
জয় রাজবংশীর জয় ।।

Facebook Post Link

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top