বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি শাখা গঠন। 10/08/2020

Admin - VRUM
0

ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি শাখা কমিটি গঠন করা হইল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ সামাজিক সংগঠনের। মানি স্বপন রায়ক গড়েয়া আরোহ্ সুদেব রায়ক মাড়েয়া নির্বাচন করিয়া পূর্ণ কমিটি গঠন করা হয়। আজিকার সভাত হাজির আছিলেন সংগঠনের গড়েয়া মানি গনেশ রায়, কেন্দ্র কমিটির সদস্য মানি পর্থ রায়, সদস্য মানি গজেন বৃঝি, অজিত রায় ডাকুয়া, অজয় রায় প্রামাণিক, বিষ্ণু রায়, বাবলু রায় সহ আরো ভেইল্লা সদস্য।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top