বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের দুধ বাটা কর্মসূচীর হিসাব তুলি ধরা হইল…. বেলেক বেলেক ইউনিটের সৌগ হিসাব দেওয়া হইল। দুধ বাটা ভান্ডারের মোট তহবিল =২,৮১,৫৪১.০০ টাকা; মোট খরচ =২,৬৩,৯৯৮.০০টাকা। দুধ বাটা ভান্ডারের বাকি টাকা পরিমাণ=১৭৫৪৩.০০টাকা যা খিব্ তাড়াতাড়ি দুধ বাটাতেই খরচ করা হবে। সাথোতে এই কর্মসূচী সফল করা গেইছিল যে মহান দাতার দানতে… সেই হালিচাও দেওয়া হইল। সৌগদাতা আরোহ্ ইউনিটের সদস্যক সংগঠনের পক্ষ থাকিয়া এই মহান কর্মসূচীক সফল করি তুলিবার বাদে হিদ্দের শুবাঞ্ছা আরো দন্ডবৎ্।
দুধ বাটা কর্মসূচীর আরো কুন ফান্ডত অর্থ সংগঠন জোগার করিবার নাহয়। এই কর্মসূচীর অর্থ সংগ্রহ বন্ধ করা হইল। এল্যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সফল দুস্থ গরিব ঘরের পড়ুয়াগিলার বাদে একটা ফান্ড তৈরী করা হছে। তোমরালা সগায় আগেয়া আইসেন টাকার বাদে কুন প্রতিভা ঝুনি হাড়েয়া না যায়।
দুধ বাটা কর্মসূচী বা, হিসাবের যে কুন বিষয়ত জানিবার বাদে ৭০০১০৮৫৬৫৬এই হোয়াটসঅ্যাপত যোগাযোগ করিবেন। যে কুন ডোনার হিসাব জানির পাবেন বিলসহ ফুল লক আউটের পরে। উপরত দেওয়া হোয়াটসঅ্যাপত যোগাযোগ করিবেন।