দুস্থ পরিবারের পাশত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। 28/06/2020

Admin - VRUM
0

এই ভাই টা রাধানগর এর বাসিন্দা, বাবা ছোট বেলাত মরি যায়, মা নিখোঁজ, খুব কঠিন অবস্থার ভিতরা দিয়া দিন কাটে, সরকারী তেমন একটা সুবিধা পায় নাই, যেই ঘরে বাস করে তার মাথার উপর ছাউনি ভাঙা, ওটিকার এক ভাইয়ের মাধ্যমে তার এই করুণ অবস্থা জানির পারি, আজি Viswa Rajbanshi Unnyan Manchar পক্ষ থাকি তার সাথত দেখা করি, এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রি তার হাতত তুলি দেই, এবং সরকারি সুযোগ সুবিধা যাতে পায় সরকারের কাছে বিনীত অনুরোধ করছি।

Facebook Post

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top